হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা এবং বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে নিবেদন – কথকঃ একজন মুক্তিযোদ্ধা
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মর্জিয়া রহমান(এস.এস.সি-২০২০)এর লেখা কবিতাঃ
আমি একজন মুক্তিযোদ্ধা
(একজন মুক্তিযোদ্ধার কথা)
শোনো দূরপৈশাচিকগণ
শোনো রক্তশোষকগণ।
আজ আমি টগবগ প্রতিশোধক্ষিপ্ত রক্তে লিখেছি
নাম বাংলা জননীর ।
বীর,বীরঙ্গনা শোনো ।-
“তোমাদের বীরত্ব বৃথা যায়নি ।”
নিজের অসীম সাহস নিয়ে
জীবন বাজি লুটে পড়েনি ।
হে আমার বীর রক্ত প্রভূত বাঙ্গালির মানব
নিন্দনীয় পিশাচকে করেছ দূর।
আমরা,আমি নিজের তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ
করছি ….
সেই নরকবাসী শাসকের উদ্দেশ্যে ।
তাদের রূঢ়,রক্ত দিয়ে খেলা রুখে দিয়েছি ।
হে বাংলার জননী –
আজ আমি দুঃখে বেষ্টিত ।
তবে সুখে বিভ্রান্ত !
হে অকুতভয় অগ্নিদেবী তোমার দেয়া মায়া
আমি ত্যাগ করলাম ।
হে আমার আগামীর কবি –
দেশদস্যুদের জন্য প্রয়োজন তোমার বিদ্রোহী রচনা ।
হে আমার নবীন ভবিষ্যৎ শিখা ,
হে আমার নবীন ভবিষ্যৎ প্রদীপ ।
গর্ব করি প্রাণ দিতে,
গর্ব করছি;
আমি একজন মুক্তিযোদ্ধা ।